সহিহ বুখারী
অধ্যায় ৮ : হাদিস ৩৬৯
আহমদ ইবন ইউনুস (র)......’আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ 
রাসূলুল্লাহ (সঃ) একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। আর 
সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেনঃ এ 
চাদরখানা আবু জাহমের কাছে নিয়ে যাও, আর তাঁর কাছ থেকে আম্বিজানিয়্যা (কারুকার্য 
ছাড়া মোটা চাদর) নিয়ে আস। 
এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবন 
‘উরওয়া (র) তাঁর পিতা থেকে এবং তিনি ’আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ  আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার 
দৃষ্টি পরে। তখন আমি আশংকা করছিলাম যে, এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে।
No comments:
Post a Comment