Tuesday, May 3, 2016

উত্তমরূপে অযু করে দু’রাকাত সালাত আদায়ের ফজিলত

সহিহ বুখারী 

খন্ড ১ : অধ্যায় ৪ : হাদিস ১৬১

‘আবদুল ‘আযীয ইবন ‘আবদুল্লাহ আল-উওয়ায়সী (র)... হুমরান (র) থেকে বর্ণিত, তিনি ‘উসমান ইবন আফফান (রা)-কে দেখেছেন যে, তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন।
এরপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তাঁর মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং দু’হাত কনুই পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। এরপর মাথা মসেহ করলেন। তারপর উভয় পা গিরা পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। পরে বললেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ‘যে ব্যক্তি আমার মত এ রকম উযূ করবে, তারপর দু রাক‘আত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোন খেয়াল করবে না, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে।’

No comments:

Post a Comment