Sunday, February 14, 2016

গুণাহের কাজের নিকটবর্তী হওয়া গুণাহ করার পূর্ব প্রস্তুতি স্বরূপ


হযরত নু’মান ইবন বাশীর (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (সাঃ) বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, উভয়ের মাঝে বহু অস্পষ্ট বিষয় রয়েছে। যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি যে বিষয়ে গুনাহ হওয়া সুস্পষ্ট, সে বিষয়ে অধিকতর পরিত্যাগকারী হবে।
পক্ষান্তরে, যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দু:সাহস করে, সে ব্যক্তির সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হবার যথেষ্ট আশংকা রয়েছে। গুনাহসমূহ মহান আল্লাহ্ তা’আলার সংরক্ষিত এলাকা, যে জানোয়ার সংরক্ষিত এলাকার চার পাশে চরতে থাকে, তার ঐ সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment