Sunday, August 30, 2015

ইসলামে নিয়তের গুরুত্ব

সহিহ বুখারী

খন্ড ১ :: অধ্যায় ১ :: হাদিস ১

হুমায়দী (র) ........... ‘আলকামা ইব্ন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রাসূলুল্লাহ্  (সা) কে বলতে শুনেছিঃ
প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে- সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য।

No comments:

Post a Comment